মর্মান্তিক, রাজস্থানে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দু’জন কৃষকের

জয়পুর, ৩ এপ্রিল (হি.স.): রাজস্থানে আজমের জেলায় জমিতে কাজ করার সময় পৃথক দু’টি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন দু’জন কৃষক| আজমের জেলার কাতুসারা গ্রামে জমিতে ফসল রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন রামবেন জাট (৩২) নামে একজন কৃষক| অপর ঘটনায় ডাডিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন রঘুনাথ জাট (৪২) নামে একজন কৃষক|

আরাই স্টেশন হাউস অফিসার (এসএইচও) বিক্রম সেবাওয়াত জানিয়েছেন, আজমের জেলার কাতুসারা গ্রাম এবং ডাডিয়া গ্রামে জমিতে ফসল রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন রামবেন জাট এবং রঘুনাথ জাট নামে দু’জন কৃষক| পৃথক ঘটনায় অস্বাভাবিক মৃত্যু (১৭৪ ধারা) মামলা রুজু করা হয়েছে| মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে| দু’জন কৃষকের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তাঁদের পরিবারের সদস্যরা|