নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ ৷৷ মাধববাড়ি ঘটনায় মেজিস্ট্রেট তদন্তে জিরানীয়ার এসডিপিও প্রাণকৃষ্ণ দাসের বিরুদ্ধে গাফিলতি প্রমাণিত হয়েছে৷ শুধু তাই নয়, টিএসআর’র হাবিলদার শ্রীকান্ত ভৌমিক ওই এলাকার রবি লক্ষ্মী দেববর্মাকে হয়রানির বিষয়টিও প্রমাণিত হয়েছে৷ তাই তাদেরকে বরখাস্ত করেছে আরক্ষা দপ্তর৷ রবিবার তাদের বরখাস্ত করার নোটিশ জারি হয়েছে৷ এদিকে, মাধববাড়ির ঘটনায় আহতদের চিকিৎসায় গাফিলতির জন্য ডা. অভিষেক মজুমদারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য আরক্ষা দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের কাছে সুপারিশ করা হয়েছে৷

মাধববাড়ির ঘটনায় মেজিস্ট্রেট তদন্ত রিপোর্ট বিধানসভায় মুখ্যমন্ত্রী পেশ করেন গত ১ মার্চ৷ ওই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রী পুলিশ ও চিকিৎসকের ভূমিকায় বিধানসভায় দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন৷ পাশাপাশি, তদন্তে অভিযুক্ত পুলিশ আধিকারীক ও চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি ওই দিন প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ সেই মোতাবেক, রবিবার সাধারণ প্রশাসন দপ্তরের তরফে জিরানীয়ার এসডিপিও প্রাণকৃষ্ণ দাস এবং টিএসআরের হাবিলদার শ্রীকান্ত ভৌমিককে বরখাস্ত করার নোটিশ জারি হয়েছে৷

