নয়ডা, ৩০ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের নয়ডায় ৮ লক্ষ টাকা ঘুষ এবং তোলাবাজি মামলায় একজন পুলিশ ইন্সপেক্টর এবং ৩ জন সাংবাদিককে গ্রেফতার করল পুলিশ| এছাড়াও ঘুষ এবং তোলাবাজি মামলায় জড়িত একজন পুলিশ ইন্সপেক্টর এখনও পলাতক| বুধবার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ভৈভব কৃষ্ণা জানিয়েছেন, ‘ঘুষ এবং তোলাবাজি মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে সেক্টর ২০ পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার (এসএইচও) মনোজ কুমার পন্তকে| তাঁকে আপাতত সাসপেন্ড করা হয়েছে| এছাড়াও গ্রেফতার করা হয়েছে ৩ জন সাংবাদিককে, যথাক্রমে সুশীল পণ্ডিত, উদিত গোয়েল এবং রমণ ঠাকুরকে| এখনও পলাতক পুলিশ ইন্সপেক্টর জয়বীর সিং|’

এসএসপি জানিয়েছেন, ২০১৮ সালের নভেম্বর মাসে দায়ের হওয়া এফআইআর থেকে নাম তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে একজন কল সেন্টার মালিকের কাছ থেকে ৮ লক্ষ টাকা নিচ্ছিলেন তারা| নয়ডার সেক্টর-২০ পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসারের দফতরে ঘুষ ও তোলা আদায়ের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে এসএইচও মনোজ কুমার পন্ত এবং ৩ জন সাংবাদিককে| এছাড়াও নগদ ৮ লক্ষ টাকা-সহ বাজেয়াপ্ত করা হয়েছে একজন সাংবাদিকেদর মার্সেডিজ গাড়ি| পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, অপর একজন সাংবাদিকের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি .৩২ বোরে পিস্তল|

