মুম্বই, ৩০ আগস্ট (হি.স.): বিমুদ্রাকরণ প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র রিপোর্টে ‘অসন্তোষ’ প্রকাশ করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত| সঞ্জয়ের মতে, বিমুদ্রাকরণ আসলে একটি বড় ‘অপরাধ’| আর তাই আরবিআই-এর রিপোর্ট নিয়ে সংসদে আলোচনার দাবি জানালেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত| বিমুদ্রাকরণ প্রসঙ্গে বুধবার রিপোর্ট পেশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)| আরবিআই জানিয়েছে, বাতিল হওয়া ৫০০ এবং ১০০০ টাকার নোটের ৯৯.৩৩ শতাংশ ব্যাঙ্কে জমা পড়েছে| কালো টাকার রমরমা, সন্ত্রাসের তহবিল, ভুয়ো নোট বন্ধ করা গিয়েছে|বিমুদ্রাকরণ প্রসঙ্গে আরবিআই-এর এই রিপোর্টে অসন্তোষ প্রকাশ করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত| বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, ‘বিমুদ্রাকরণ প্রসঙ্গে আরবিআই-এর রিপোর্ট হতাশাজনক| লাইনে অপেক্ষা করার সময় বহু মানুষের মৃতু্য হয়েছিল, একটি একটি বড় অপরাধ| আরবিআই-এর রিপোর্ট নিয়ে সংসদে আলোচনার দাবি জানাচ্ছে শিবসেনা|’

