ঢাকায় গেলেন রাজনাথ, বাংলাদেশ-ভারত মৈত্রী ভবনের উদ্বোধন রাজশাহীতে

৷৷ মনির হুসেন৷৷ ঢাকা, ১৪ জুলাই৷৷ বাংলাদেশের রাজশাহী বিভাগের সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে সদ্য নির্মিত বাংলাদেশ –

শনিবার ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ নিজস্ব ছবি৷

ভারত মৈত্রী ভবনের উদ্বোধন করলেন বাংলাদেশে সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল৷ শনিবার বিকেল ৩টায় দিকে একাডেমি ক্যাম্পাস ভারত সরকারের আর্থায়নে নির্মিত ভবনটির উদ্বোধন করা হয়৷ এ সময় ভবনে অত্যাধুনিক আইটি উদ্বোধন করেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী৷ এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাভেদ পাটোয়ারী, বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ ভট্টাচার্য উপস্থিত ছিলেন৷ মৈত্রী ভবন উদ্বোধনের পর দুই দেশের পুলিশের মধ্যে দ্বি-পক্ষীয় সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়৷ এতে নিজ নিজ পক্ষে সই করেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল নাজিবুর রহমান ও ভারতের হায়দরাবাদ প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমির পরিচালক ডি রানি ডলি বর্মণ৷ এর আগে দুপুর আড়াইটার দিকে সারদা পুলিশ একাডেমিতে পৌঁছান অতিথিরা৷

সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ণ যমুনা ফিউচার পার্কে ভারতের ভিসা সেন্টারের উদ্বোদন করেন রাজনাথ সিং৷ এ সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও ছিলেন৷ পরে বিমানে রাজশাহী রওনা দেন তারা৷ শুক্রবার তিনদিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেন রাজনাথ সিং৷ ভারতীয় হাইকমিশন থেকে জানানো হয়, রাজনাথ সিং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ কার্যক্রম প্রতিরোধে সহযোগিতা এবং ভ্রমণ ব্যবস্তাপনাসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন৷ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায় এসেছেন তিনি৷ বাংলাদেশ ওভারতের মধ্যে নিয়মিত ভিত্তিতে হওয়া স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রেক্ষাপটে এই সফর হচ্ছে৷ ২০১৬ সালের জুলাই মাসে নয়াদিল্লিতে সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়৷ রবিবার ভারত বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠক যৌথভাবে সভাপতিত্ব করবেন আসাদুজ্জামান খাঁন কামালও রাজনাথ সিং৷

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির প্রশংসা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ৭ দশমিক ৭৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের বিষয়টি তুলে দরে রাজনাথ সিং বলেছেন, সম্ভবত এটা বিশ্বে এখন সর্বোচ্চ প্রবৃদ্ধি৷ রাজনাথ বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক সর্র্বেচ্চ পর্যায়ে রয়েছে৷ শেক হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ণের সোনার বাংলা গড়তে তার সরকার এখন গ্রামীণ জনপদের উন্নয়নের দিকে জোর দিচ্ছে৷

তিন দিনের সফরে বাংলাদেশে আসা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে শনিবার সকালে গণভবনে যান৷ বৈঠকে তাদের আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম৷ বৈঠকে শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে কোনো সমস্যার সমাধান সংলাপের মধ্য দিয়ে করতে বিশ্বাসী বাংলাদেশ৷ এক্ষেত্রে ভারতের সহেগ সীমান্ত সমসম্যা সমাধানের বিষয়টি তুলে ধরেন তিনি৷ সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির কথা প্রধানমন্ত্রীর বৈঠকে তুলে ধরেন বলে অতিরিক্ত প্রেস সচিব জানান৷ শেখ হাসিনা বলেন, এই নীতির আলোকে বাংলাদেশ তার ভূখন্ডের কোনো অংশ অন্য কোনো দেশের উপর সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য ব্যবহার হতে দেবে না৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন সময়ে বৈঠকের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, সম্প্রতি কলকাতায়ও তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে৷ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদের মতো সমস্যা সমাধানে আঞ্চলিক সংলাপের উপর জোর দেন৷ তবে তিনি একইসঙ্গে বলেন, এক্ষেত্রে কয়েকটি দেশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না৷ গণভবনের এই বৈঠকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব (সীমান্ত ব্যবস্থাপনা) ব্রজ রাজ শর্মাও ছিলেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মুখ্য সচিব নজিবুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব মোস্তফা উদ্দিন ও ফরদাহ উদ্দিন আহমেদ চৌধুরী, আইজিপি জাবেদ পাটোয়ারী ও বৈঠকে ছিলেন৷