শপথগ্রহণের মঞ্চ থেকেই নব রাজনৈতিক সমীকরণের ডাক কুমারস্বামীর

মহীশূর, ২৩ মে (হি.স.): শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চ যে নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম নেবে বুধবার তারই ইঙ্গিত দিলেন জেডি(এস) নেতা কুমারস্বামী। বুধবার রাজ্যের ২৪ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে মহীশূরে কুমারস্বামী বলেন, এই জোট সরকার রাজ্য তথা জাতীয় রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করবে। জাতীয়স্তরে রাজনৈতিক পরিসরে এটি পরিবর্তনের নতুন আশার সঞ্চার করবে।

জোট রাজনীতির বাধ্যবাধকতা বেড়াজালে জনগণের কাছে প্রাক-নির্বাচনী যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তার কোনও পরিবর্তন হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন কুমারস্বামী। তিনি বলেন, আমি জনগণকে আশ্বস্ত করে বলতে পারি আমার অবস্থান এবং রাজনীতির কোনও পরিবর্তন হবে না। কিন্তু আমাদের এটা মনে রাখা হবে সরকারটি জোট সরকার। আমার একার নয়। জোটসঙ্গীর সঙ্গে কথা বলেই যে কোনও সিদ্ধান্ত নেবো। আমি শুধুমাত্র কোনও ধর্ম বা শ্রেণীর প্রতিনিধিত্ব করছি না। আমি গোটা কর্ণাটককে প্রতিনিধিত্ব করছি। পাশাপাশি কৃষকদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।