মুম্বাই, ৩০ নভেম্বর (হি.স.): খেলায় কিংবদন্তি তারকাদের সঙ্গে সঙ্গে তাদের জার্সি নম্বরের অবসরের উদাহরণ নিছক কম নেই৷ বিশেষ করে ফুটবলে
এমন ছবি দেখা যায় হামেশাই৷ সচিন তেন্ডুলকরের ক্রিকেট কেরিয়ারকে সম্মান জানাতে ভারতীয় ক্রিকেট বোর্ড বেসরকারি ভাবে দশ নম্বর জার্সি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে৷ ক্রিকেটের ইতিহাসে বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত নজিরবিহীন বলে মনে করা হচ্ছে| দিয়েগো মারাদোনার অবসরের পর ২০০১ সালে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন দশ নম্বর জার্সি সরিয়ে রাখাতে চেয়েছিল৷ ২০০২ বিশ্বকাপে এএফএ’র তরফে ফিফায় ২৩ জনের যে স্কোয়াড জমা দেওয়া হয়েছিল তাতে ১ থেক ২৪ পর্যন্ত নম্বর ছিল৷ দশ নম্বর জায়গা ফাঁকা রাখা হয়েছিল৷ তাতে আপত্তি তোলে ফিফা৷ প্রাথমিক তালিকা গৃহীত না হওয়ায় পরিবর্তিত তালিকায় ২৩ নম্বরে থাকা ওর্তেগাকে ১০ নম্বর জার্সি পরার অনুমতি দেয় আর্জন্টাইন ফেডারেশন৷ পরবর্তী সময়ে লিওনেল মেসিকে দেশের হয়ে দশ নম্বর জার্সিতে খেলতে দেখা যায়৷
ফিফার বাধানিষেধে আন্তর্জাতিক ফুটবলে জার্সি সংরক্ষণ সম্ভব না হলেও ক্লাব ফুটবলে এমন বহু নিদর্শন রয়েছে৷ ইতালির ক্লাব নাপোলি দিয়েগো মারাদোনার সম্মানে দশ নম্বর জার্সি তুলে রেখেছে৷ ২০১৪’য় জাভিয়ের জানেত্তি অবসর নেওয়ার পর ইন্টার মিলান ৪ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে৷ কিংবদন্তি ববি মুরের সম্মানে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ৬ নম্বর জার্সি সংরক্ষণ করেছে৷ ক্যুইন্স পার্ক রেঞ্জার্স রয় জোনসেরস্মৃতিতে ৩১ নম্বর জার্সি তুলে রেখেছে৷
আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন হৃদরোগে মাঠেই মৃত্যু হওয়া ক্যামেরুন তারকা মার্ক ভিভিয়েন ফো’র স্মৃতিতে ম্যাঞ্চেস্টার সিটি ২৩ নম্বর এবং দুই ফরাসি ক্লাব লেন্স ও লিয়ঁ ১৭ নম্বর জার্সি সংরক্ষণ করে৷ যদিও লিয়ঁ ২০০৮ সালে পুনরায় ফিরিয়ে আনে সংশ্লিষ্ট নম্বরটি৷ কিংবদন্তি পেলের সম্মানে নিউ ইয়র্ক কসমস ১০ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে৷ ক্লাবের হয়ে খেলতে নেমে মাঠেই মৃত্যু হওয়া ব্রাজিলিয়ান তারকা ক্রিশ্চিয়ানো জুনিয়রের স্মৃতিতে ভারতের ডেম্পো এফসি ১০ নম্বর জার্সি বাকিদের থেক দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয়৷ পাওলো মালদিনির কোনও ছেলে যদি ক্লাব দলে জায়গা করে নিতে পারেন, তবে একমাত্র তিনিই এসি মিলানের ৩ নম্বর জার্সি গায়ে চাপাতে পারবেন৷ এই শর্তে সংরক্ষিত ক্লাবের ৩ নম্বর জার্সি৷ আপাতত তাঁর দুই ছেলে ক্রিশ্চিয়ান ও ড্যানিয়েল মিলানের যুব দলের সদস্য৷
2017-11-30

