বাগবাসায় কংগ্রেসের উদ্যোগে পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৮ নভেম্বর৷৷ রাজ্যে যখন বিরোধী শক্তি বিজেপি, ঠিক তখনই কংগ্রেস দল তাদের অক্সিজেন যোগাতে হাতে নিয়েছে নানা কর্মসূচী৷ পদযাত্রা, পথসভা বাজার সভা, উঠান সভা ইত্যাদি৷ এক কথায় কোমড় বেঁধে মাঠে নেমে পড়েছেন কংগ্রেস দলের নেতৃবৃন্দ৷ অনূরূপ রাজ্যের সাথেও উত্তর জেলার ৫৫নং বাগবাসা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দলের নাম কর্মসূচীর মধ্য দিয়ে প্রচার অভিযান তুঙ্গে৷ আজ ৫৫ বাগবাসা বিধানসভা কেন্দ্রের শনিছড়া বাজারে কংগ্রেস দলের একটি পথসভা ও পদযাত্রায় আয়োজন করা হয়৷ আজকের পদযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি জোতিময় নাথ, বাগবাসা ব্লক কংগ্রেসের সভাপতি হীরালাল নাথ, ৫৪ কদমতলা কূর্তী বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি আব্দুল বশির প্রমুখরা৷ প্রথমে শনিছড়া বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়৷ তারপর বিশাল কেটি পদযাত্রা বের করা হয় বাগবাসা ব্লক কংগ্রেসের কর্মী বৃন্দরা৷ এদিকে পদযাত্রা শেষে বাগবাসা ব্লক কংগ্রেস সভাপতি বলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিগত ২৬ সেপ্ঢেম্বর থেকে সারা রাজ্য ব্যাপী কেন্দ্রের বিজেপি সরকারের আচ্ছে দিনের সন্ধানে এবং রাজ্যের সিপিআইএম সরকারের স্বর্ণ যুগের সন্ধানে যে পদযাত্রা শুরু হয়েছিল, সেই পদযাত্রা বাগবাসা ব্লক কংগ্রেস বাগবাসার বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে৷ পাশপাশি ব্লক সভাপতি হীরালাল নাথ, আরও জানান ত্রিপুরা, রাজ্যের বামফ্রন্ট সরকার আজকে দীর্ঘদিন যাবৎ তারা যে স্বর্ণ যুগের কথা বলে তাহলে দুমাসের মধ্যে দুই দুইজন সাংবাদিক হত্যা করা হয়েছে৷ অপহৃত হয়েছেন ৪ ব্যাঙ্ক কর্মী৷ তাই সিপিআইএম সরকার ত্রিপুরা বাসী কিসের বার্তা দিচ্ছে৷ কোথায় গিয়ে দাড়িয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা৷ উনি আরও বলেন, এই বামফ্রন্ট সরকার ত্রিপুরা বাসীকে নাজেহাল অবস্থা করে দিয়েছে৷ এছাড়া ১০,৩২৩ জন শিক্ষকের ভবিষ্যৎও অন্ধকারে তাই এই অবস্থার মধ্যে ত্রিপুরা রাজ্যে স্বর্ণ যুগ খুঁজে পাচ্ছেনা কংগ্রেস দল৷