গুয়াহাটি, ২৮ নভেম্বর, (হি.স.) : এআইবিএ বিশ্ব যুব মহিলা বক্সিঙে সোনার মেয়ে অঙ্কুশিতা বড়োকে ১০ লক্ষ টাকার উপহার দেবে রাজ্য সরকার। তাঁর প্রশিক্ষণের দায়িত্বও নেবে রাজ্য। আজ মঙ্গলবার জনতা ভবনে এই কথা ঘোষণা করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্ৰী নবকুমার দলে।
মন্ত্রী এদিন আরও জানান, এআইবিএ বিশ্ব যুব মহিলা বক্সিং চ্যাম্পিয়ানশিপের পর এবার দক্ষিণ এশিয়া বেডমিন্টন প্ৰতিযোগিতাও অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। জানান, ২৯ নবেম্বর থেকে অনুষ্ঠিত হবে এর মেগা প্ৰতিযোগিতা। তাছাড়াস জানুয়ারি-ফেব্ৰুয়ারিতে হবে হিমালয়ান রিজিওন গেমস্। সাংবাদিকের এক জিজ্ঞাসার জবাবে খুব শীঘ্রই ক্ৰীড়া বিভাগের শূন্য পদগুলো পূরণ হয়ে যাবে বলেও জানিয়েছেন মন্ত্রী নবকুমার দলে।
উল্লেখ্য, গত রবিবার ২৬ তারিখ বিশ্ব বক্সিঙে স্বর্ণপদক লাভ করেছেন অসমকন্যা শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি-ঠেলামারার প্রত্যন্ত গ্রামের অঙ্কুশিতা বোড়ো। গুয়াহাটিতে অনুষ্ঠিত এআইবিএ বিশ্ব যুব মহিলা বক্সিং চ্যাম্পিয়ানশিপের ৬৪ কেজি-র লাইট ওয়েল্টারের ইভেন্টে বহুপ্রত্যাশিত টান টান উত্তেজনাময় ইভেন্টে অসমের দরিদ্র পরিবারের সন্তান মাত্র ১৭ বছর বয়সি অঙ্কুশিতা রাশিয়ার ইকাটেরিনা ডাইনিককে পরাজিত করে বিজয় অর্জন করেছেন। এর পর বিটিসিপ্রধান থেকে অগপ, কংগ্রেস, কয়েকজন মন্ত্রী, বিধায়ক-সহ অনেকে সোনার মেয়ের ভবিষ্যত গড়তে লক্ষ লক্ষ টাকা উপহার দিচ্ছেন।
2017-11-28