হায়দরাবাদ, ২৮ নভেম্বর (হি.স.): দীর্ঘ প্রতিক্ষার অবসান হল মঙ্গলবার| ২৮ নভেম্বর, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ হল হায়দরাবাদ মেট্রো রেলের যাত্রা| হায়দরাবাদ মেট্রো রেল যাত্রার শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর সঙ্গে এদিন মেট্রোয় সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ছাড়াও হায়দরাবাদ মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজ্যপাল ই এস এল নরশিমাণ, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, তেলেঙ্গানার তথ্য-প্রযুক্তি মন্ত্রী কে টি রামা রাও এবং রাজ্য বিজেপির সভাপতি কে লক্ষ্মণ|
বাণিজ্যিকভাবে হায়দরাবাদ মেট্রো চলাচল করবে বুধবার, ২৯ নভেম্বর থেকে| প্রথম পর্যায়ে মিয়াপুর থেকে নাগোল, ৩০ কিলোমিটার পথে চলবে হায়দরাবাদ মেট্রো| এই মেট্রোপথে থাকবে ২৪টি স্টেশন| তেলেঙ্গানার তথ্য-প্রযুক্তি মন্ত্রী কে টি রামা রাও ইতিমধ্যে জানিয়েছেন, প্রাথমিকভাবে সকাল ৬.০০ মিনিট থেকে ১০.০০ মিনিট পর্যন্ত চলাচল করবে হায়দরাবাদ মেট্রো| এরপর সময়সূচি পরিবর্তন হলে সকাল ৫.৩০ মিনিট থেকে ১১.০০ পর্যন্ত চলবে হায়দরাবাদ মেট্রো| মেট্রো যাত্রীদের সুবিধার্থে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী কে টি রামা রাও| মেট্রোর সুরক্ষায় মোতায়েন করা হচ্ছে ৫৪৬ জন নিরাপত্তা রক্ষী|
2017-11-28