নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): প্রেস ক্লাব অফ ইন্ডিয়া (পিসিআই)-এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বর্ষীয়ান সাংবাদিক গৌতম লাহিরি| পাশাপাশি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মনোরঞ্জন ভারতী| গত শনিবার প্রেস ক্লাব অফ ইন্ডিয়া (পিসিআই)-এর নির্বাচন অনুষ্ঠিত হয়, ফলাফল ঘোষণা হয় সোমবার| নির্বাচণের ফলাফল ঘোষণার পর প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান সাংবাদিক গৌতম লাহিরি এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মনোরঞ্জন ভারতী| প্রসঙ্গত, এনডিটিভি-তে কাজ করেছেন মনোরঞ্জন ভারতী|
প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সূত্রের খবর, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন বিনয় কুমার| যুগ্ম সচিব নির্বাচিত হয়েছেন সঞ্জয় সিং| প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মহুয়া চট্টোপাধ্যায়| এছাড়াও, ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ১৬ জন|
2017-11-27