পোর্ট মোরেসবি, ২৭ নভেম্বর (হি.স.): জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তাছাড়া জারি করা হয়নি সুনামি সতর্কতা| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার ৬.২ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পাপুয়া নিউগিনির রাবাউল শহর থেকে ১২৫ কিলোমিটার (৭৮ মাইল) পূর্বে, ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটার (৪৪ মাইল) গভীরে|
শক্তিশালী ভূকম্পনের তীব্রতায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যাযনি| ভূমিকম্পের পরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ৬.২ তীব্রতার ভূমিকম্পে সুনামির সম্ভাবনা নেই| তবে, ভূকম্পন টের পাওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন|
2017-11-27