বান্দা (উত্তর প্রদেশ), ২৭ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বান্দা শহরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল ৪ জনের| পৃথক দুর্ঘটনায় ৪
জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও তিন জন| সোমবার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, রবিবার প্রথম দুর্ঘটনাটি ঘটেছে বান্দা শহরের উপকণ্ঠে মহুয়া গ্রামের কাছে| নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি গাছে ধাক্কা মারলে মৃত্যু হয় ৭ বছর বয়সি একটি শিশুর| এছাড়াও আহত হয়েছেন গাড়ির চালক সহ তিনজন| মৃত শিশুর নাম হল, ওমি (৭), আহত হয়েছেন তাঁর বাবা কে কে সিং, মা প্রিয়াঙ্কা এবং গাড়ির চালক অমরাম| আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে|
অপর দুর্ঘটনাটি ঘটেছে চিল্লা এলাকায় পালরা গ্রামের কাছে| বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় অর্জুন সাহু (৮) নামে এক শিশুর| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাস্তা পেরোনোর সময় একটি ট্রাক অর্জুন সাহু নামে ওই শিশুকে ধাক্কা মারলে দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়| তৃতীয় দুর্ঘটনাটি ঘটেছে কামাসিন এলাকায় পৈলানির কাছে| বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় পীযূষ (১১) এবং সুদামা (২৫) নামে দু’জন পথচারীর| দুর্ঘটনার পর থেকেই পলাতক ঘাতক ট্রাকটি| মামলা রুজু করে পৃথক তিনটি দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
2017-11-27

