নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.) : দেশের সংবিধান মেনে চলা প্রত্যেক নাগরিকের কর্তব্য৷ আইন দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রবিবার এমনটাই জানান প্রধান বিচারপতি দীপক মিশ্র৷ বলেন, গণতন্ত্র ও আইনের শাসককে মজবুত করতে ধর্ম, বর্ণ ও জাত নির্বিশেষে সব নাগরিকের উচিত সংবিধান মেনে চলার৷
এদিন দেশের নাগরিকদের সংবিধান মেনে চলার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, দেশের সংবিধান যেমন তাদের কিছু মৌলিক অধিকার দিয়েছে তেমনই নাগরিকদের উচিত তাদের কর্তব্য পালন করার৷ সেই সঙ্গে জানিয়ে দেন, দেশের বিচার ব্যবস্থা কখনোই আইনসভার কাজে হস্তক্ষেপ করে না৷
পাশাপাশি দেশের সংবিধান নাগরিকদের যে অধিকার দিয়েছে তাকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি | প্রধান বিচারপতি বলেন, দেশের সংবিধান নাগরিকদের যে অধিকার দিয়েছে তাকে অগ্রাধিকার দিতে হবে৷ নাগরিকদের অধিকারের সঙ্গে কোন অবস্থাতেই যেন আপোষ না করা হয়৷
এদিন প্রধান বিচারপতি বলেন, নাগরিকদের মৌলিক অধিকারকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে৷ মানুষের অধিকার ও সরকারের কাজের মধ্যে একটা সমতা থাকা চাই৷
উল্লেখ্য, ১৯৪৯ সালের আজকের দিনে দেশের সংবিধানের খসড়া তৈরি করা হয়৷ প্রতি বছর এই দিনটিতে সংবিধান দিবস পালন করা হয়৷হিন্দুস্থান সমাচার |
2017-11-26