লংকা (অসম), ২৬ নভেম্বর, (হি.স.) : হোজাই জেলার লংকায় অন্য প্রান্তে ফের বুনো হাতির একদল শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত তাণ্ডব চালিয়েছে। এবার লংকার কৃষ্ণনগর অঞ্চলে ব্যাপক উপদ্ৰব সৃষ্টি করে শ বিঘা ধান খেতের ফসল নষ্ট করে দেওয়ার পাশাপাশি লণ্ডভণ্ড করেছে কয়েকটি বসতঘর। হাতির উপদ্ৰবে এলাকায় আতংক বিরাজ করছে।
জেলার লংকার পৃথক পৃথক স্থানে ইতিমধ্যে বুনো হাতির উপদ্ৰবে জনজীবন তছনছ হয়ে গেছে। প্রায় ৩০-৪০টি হাতির এক বিশাল দল গত বৃহস্পতিবার, শুক্রবার রাতেও লংকার পাঞ্জাবিবস্তি, চামবাড়িতে ঢুকে ব্যাপক হামলা চালিয়েছে। এতে পাঞ্জাবিবস্তির দুটি বসতবাড়ি সম্পূর্ণ ধূলিস্যাত করে দেওয়ায় গৃহস্থরা সর্বস্বান্ত হয়ে গেছেন। নষ্ট করে দিয়েছে বিঘার পর বিঘা খেতের ফসল।
অন্যদিকে জনবহুল চামবাড়ি গ্রামেও একইভাবে আরেকটি বুনো হাতির দল ঢুকে শুক্রবার রাতে ব্যাপক হাঙ্গামা চালিয়েছে। ধানের খেত ও বাড়িতে উৎপাদিত মরশুমি শাক-সবজি খেয়ে, গাছ-গাছালি ভেঙে তছনছ করে দিয়েছে দামালরা।
তবে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। গ্রামগুলির জনসাধারণ জানিয়েছেন, গত প্রায় এক সপ্তাহ ধরে গোটা অঞ্চলে প্রায় প্রতিরাতে হাতির দল খাদ্যের সন্ধানে নেমে এসে বিস্তর উপদ্রব করছে। আতস-বাজি পুড়িয়ে, টিন বাজিয়ে, মশাল জ্বালিয়েও কোনও পাচ্ছেন না তাঁরা। এ যেন গা-সওয়া হয়ে গেছে হাতিদের।
2017-11-26