ভবিষ্যত গড়তে হলে ইতিহাসকে অবলম্বন করতেই হবে : মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৬ নভেম্বর, (হি.স.) : ‘ভবিষ্যত গড়তে হলে ইতিহাসকে অবলম্বন করতেই হবে। ইতিহাস ছাড়া ভবিষ্যত হয় না। ইতিহাসের মাধ্যমেই যুবসম্প্রদায়কে আমাদের মহান ব্যক্তিত্ব, যাঁরা সমাজে অফুরন্ত অবদান রেখে গেছেন তাঁদের সম্পর্কে অবগত করা উচিত। কেননা সেই সব মহাপুরুষরাই আমাদের রাষ্ট্র ও জাতির ভাগ্য নির্ধারণ করেছেন।’ বলেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। স্থানীয় কটন বিশ্ববিদ্যালয়ের সুডমারসন মিলনায়তনে ভারতীয় ইতিহাস সংকলন সমিতির নবম ত্রিবার্ষিক অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করছিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় ইতিহাস সংকলন সামিতি অসমের ইতিহাসের ওপর গবেষণা করছে। রাজ্যের পরম্পরা তথা আদি ইতিহাস সংবলিত দলিল ইত্যাদির ওপর গবেষণা করে অসমের সঙ্গে সম্পৃক্ত সঠিক ও প্রামাণিক ঐতিহাসিক দৃষ্টিকোণকে বিস্তৃত করার চেষ্টা করে চলেছে ভারতীয় ইতিহাস সংকলন সমিতি।
রাজ্যের প্রশাসনিক ৩০টি জেলায় স্থানীয়ভাবে শাখা গঠন করে বিখ্যাত ইতিহাসবিদ, শিক্ষাবিদ, সামাজিক কর্মকর্তা, বুদ্ধিজীবীদের যুক্ত করে ইতিহাস নিয়ে গবেষণা করছে সমিতি, জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, তাঁদের অক্লান্ত কর্মকাণ্ডে অনুপ্রাণিত হচ্ছে তরুণ প্রজন্মও। বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, শ্রীমন্ত শংকরদেব প্রমুখ মহাপুরুষদের প্রদর্শিত পথ অনুকরণ বা অনুসরণ করলে সমাজের প্রতিটি স্তরের জনসাধারণের মধ্যে শান্তি-সম্প্রীতি বিরাজ করবে এবং এই কাজই করছে ভারতীয় ইতিহাস সংকলন সমিতি। তাঁদের আদর্শ এবং প্রদর্শিত পদাঙ্ক অনুসরণ করে, মানবতাবাদী মূল্যবোধকে কাজে লাগিয়ে সাম্প্রতিককালের চ্যালেঞ্জিং প্রতিযোগিতার যুগে নিজের নিজের শ্রেষ্ঠত্ব তথা গুরুত্বপূর্ণ ভবিষ্যত গড়তে তরুণ প্রজন্মের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
তাছাড়া, এ প্রসঙ্গে তিনি সদ্য অনুষ্ঠিত ‘নমামি বরাক’-এর কথাও টেনে আনেন। বলেন, ‘নমামি বরাক’ উৎসবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কাতারে কাতারে যোগদান করেছেন। এটা কম কথা নয়। এর দ্বারা বরাক উপত্যকাকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। বরাক এখন বিশ্বজনীন।
রাজ্যের সাম্প্রতিক কিছু ঘটনার রেশ ধরে বলেন, কতিপয় অপশক্তি অসমে শান্তি বিঘ্ন করতে কোমর কষে মাঠে নেমেছে। এরা সমাজে বিভেদের পরিবেশ গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। এই সব অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে সচেতন হয়ে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী।
জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নবায়ন প্রক্রিয়া প্রসঙ্গে এ ব্যাপারে প্রকৃত ভারতীয়দের শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ। বলেন, ভারতের সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এনআরসি নবায়ন প্রক্রিয়া অত্যন্ত সন্তর্পণে চলছে। ভারতীয় নাগরিকদের এনআরসি থেকে বাদ দেওয়া হবে বলে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে। সরকার একটি ত্রুটিমুক্ত শুদ্ধ এনআরসি তৈরি করতে বদ্ধপরিকর। তাই, অশুভ চক্রের অপপ্রচারে বিভ্রান্ত না হতে বলেছেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে চার বই এবং একটি স্মরণিকার উন্মোচন করেছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া ইতিহাস সংকলন সমিতির একটি ওয়েবসাইট Samitiwww.itihasassam.org উদ্বোধন করেছেন তিনি।
আজকের অনুষ্ঠানে ছিলেন ভারতীয় ইতিহাস সংকলন সমিতির প্রান্ত প্রমুখ হেমন্ত ধিং মজুমদার, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ক্ষেত্র সহ-প্রচারক গৌরীশংকর চক্রবর্তী, মুখ্যমন্ত্রীর আইনি উপদেষ্টা শান্তনু ভরালি, বিধায়ক বিমল বরা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।