পঞ্চায়েত নির্বাচনে আসন সংরক্ষণের কাজ চূড়ান্ত হাইলাকান্দিতে

হাইলাকান্দি (অসম), ২৫ নভেম্বর (হি.স.) : পঞ্চায়েত নির্বাচনের জন্য আসন সংরক্ষণের কাজ চুড়ান্ত হয়ে গেছে হাইলাকান্দি জেলায়। ফলে পঞ্চায়েত নির্বাচনের প্রথম ধাপ সুচারুরূপে সম্পন্ন হয়েছে, দাবি করেছেন জেলাশাসক কৃষ্ণগোবিন্দ ভুইয়াঁ। এখন আগামী ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত নির্বাচন হতে পারে ধরে নিয়ে প্রস্তুতির কাজ আরম্ভ করে দিয়েছে হাইলাকান্দি প্রশাসন।
শনিবার জেলাশাসক কৃষ্ণগোবিন্দ ভুইয়াঁ এক সাংবাদিক সম্মেলন ডেকে এ ব্যাপারে বিস্তারিত জানান। তিনি বলেন, পঞ্চায়েতের আসন সংরক্ষণ চুড়ান্ত হওয়ায় প্রস্তুতি পর্বের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। ডিসি ভুইয়াঁ বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত নির্বাচন হতে পারে ধরে নিয়ে তাঁরা জোরকদমে প্রস্তুতি চালাচ্ছেন। প্রস্তুতি অনুসারে আগামী ২৮ নভেম্বর পঞ্চায়েতের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
তিনি আরও জানান, হাইলাকান্দি জেলায় মোট ১১টি জেলাপরিষদ আসন রয়েছে। সেই সঙ্গে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৬২টি। একইভাবে সমসংখ্যক আঞ্চলিক পঞ্চায়েতও রয়েছে এই জেলায়। জেলায় মোট গ্রাম পঞ্চায়েত সদস্যের সংখ্যা হচ্ছে ৬২০। এছাড়া হাইলাকান্দি জেলায় পঞ্চায়েতের ভোট কেন্দ্রের সংখ্যা ৬২০।
সংরক্ষণের ব্যাপারে জানাতে গিয়ে জেলাশাসক ভুইয়াঁ বলেন, হাইলাকান্দির ১১টি জেলা পরিষদ আসনের মধ্যে চারটি আসন মহিলা সংরক্ষিত এবং একটিকে তপশিলি মহিলা সংরক্ষিত করা হয়েছে। অন্য আসনগুলি সাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। একই ভাবে হাইলাকান্দি জেলার পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি পদের মধ্যে থেকে দুটিকে সাধারণ মহিলা এবং একটিকে তপশিলি মহিলার জন্য সংরক্ষিত করা হয়েছে। পাশাপাশি জেলার পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি পদের মধ্যে দুটিকে মহিলা সংরক্ষিত করা হয়েছে। এছাড়া জেলার ৬২টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের মধ্যে ২৪টিকে মহিলা সংরক্ষিত করার পাশাপাশি বাকিগুলিকে তপশিলি মহিলা সংরক্ষিত করা হয়েছে।
হাইলাকান্দি জেলার ৩১টি আঞ্চলিক সদস্যের পদকে মহিলা সংরক্ষিত এবং ৩১টি পদকে সাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। একই ভাবে জেলার ৬২টি গ্রামপঞ্চায়েত সভাপতি পদের অর্ধেককে তপশিলি মহিলা এবং সাধারণ মহিলার জন্য সংরক্ষিত করা হয়েছে। তাছাড়া সমসংখ্যক জিপি সহ-সভাপতি পদের অর্ধেক সাধারণ মহিলা এবং তপশিলি মহিলার জন্য সংরক্ষিত করা হয়েছে বলে জেলাশাসক জানান।
পঞ্চায়েতের আসন সংরক্ষিত হওয়ার কাজ চূড়ান্ত হওয়ায় পঞ্চায়েত নির্বাচনের প্রথম ধাপ সুচারুরূপে সম্পূর্ণ হয়েছে বলে দাবি করেছেন জেলাশাসক কৃষ্ণগোবিন্দ ভুইয়াঁ।