নিজস্ব প্রতিনিধি, বক্সনগর/ তেলিয়ামুড়া, ২১ নভেম্বর৷৷ ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলা গাঁজা চাষের মৃগয়া ক্ষেত্র হিসাবে পরিচিতি লাভ করে৷

তার মূল কারন একটাই অল্প সময়ে অধিক মোনাফা অর্জন করা চাষীদের রেওয়াজ কিন্তু যদিও গাঁজা চাষ অবৈধ প্রশাসনিক ভাবে৷ বেশ কিছু চাষীর সঙ্গে আলাপচারীতায় জানা গেল রাজ্যের বেকারত্ব ঘোচাবার একটা মাধ্যম হল গাঁজা চাষ৷ অর্থনৈতিক ভাবে একটু সচল হওয়ার এক মাত্র পথ হচ্ছে গাঁজা চাষ বলে তারা মনে করেন৷ আর এই চাষের বাড় বাড়ান্তের ফলে প্রশাসনের একটা অংশ অসস্তিবোধ করছি, আর একটা অংশ ভারে মা ভাবানীর লক্ষী ভড় করছে৷ আজ থেকে ৯ দিন পূর্বে বক্সনগরের মানিক্যনগর গাঁজা অভিযান করে তার পর ২য় দফা আশাবাড়ী গ্রাম পঞ্চায়েত অন্তরগর্ত ডুরাবন্দ এলাকায় প্রায় ২০ হেক্টর জাগায়, প্রায় ১০ হাজার গাছ কাটেন৷ ৩০ লক্ষ্য টাকার গাছ ধবংস করেন বলে জানান প্রশানের উধবতন কর্তৃপক্ষ৷ গাঁজা চাষীদের কান্নায় আকাশ বাতাস ভারী হচ্ছে তাদের সর্বস্ব বেচা বিক্রি করে৷ স্বর্ণ গহনা বন্ধক দিয়ে, বন্ধক, আশা থেকে ধর দেনা করে চাষে নেমে আজ প্রশাসনের গাছ কাটার ফলে একদম পথে বসা ছারা বিকল্প রাস্তা নেই৷ কেনই বা প্রশাসন আগে থেকে সচেতন করেন নি, যদি নার্সারীর সময় ধবংস করে দিতেন তাহলে আজ বিশাল ক্ষতি সম্মুখীন হত না চাষীরা৷ আজ সকাল ৯টার সময় এক জাঁক প্রায় ২০৫ জন বিভিন্ন দপ্তরের অর্থাৎ পুলিশ টিএসআর-বিএসএফ ফরেষ্ট আবগারী গাঁজা বিরুধী অভিযানে নেতৃত্ব দেন মহকুমার পুলিশ আধিকারিক বাবুল দাস, ডিসিএম মুদুল সাহা ওসি কৃষধন সরকার- ফরেস্ট রেঞ্জার বিএসএফ এর কমাডেন্ট প্রবীন পক্ষে আগামী দিন ও এই রকম অভিযান জারী থাকবে৷
গাজা বিরুধী অভিযানে বিশেষ সাফল্য খোয়াই জেলার আবগরি দপ্তরের এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষাধীক মূলের গাজা গাছ ধবংশ করে আবগারি দপ্তরের প্রতিনিধি দলটি৷ আজ সকাল ১১টা নাগাদ খোয়াই জেলা আবগারি দপ্তরের এক প্রতিনিধি দল ও তেলিয়ামুড়া আবগারি দপ্তরের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া থানার পুলিশের বিশেষ সহায়তায় তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এবং জুমবাড়ী, লক্ষীপুর সহ পাঁচটি স্থানে অভিযান চালিয়ে মোট পাঁচটি ফ্লট থেকে দেড় হাজারের উপর গাজা গাছ কেটে পুড়িয়ে ধবংশ করে দেয়৷ প্রতিনিধি দলে ছিলেন খোয়াই জেলার আবগারি দপ্তরের এসিস্টেন কমিশনার কেশব সিনহা, তেলিয়ামুড়া আবগারি দপ্তরের অফিসার রুমা রোদ্রপাল, ডি সি এম অনুপম দাস, দপ্তরের এরআই ফ্লোরেন্স চাকমা সহ তেলিয়ামুড়া থানার এস আই সুমন উল্লাকাজী, ও উমাচরণ দেববর্মা৷ আবগারি দপ্তরের আধিকারিক শ্রী সিনহা জানান বিশ্বস্থ সূত্রের খবরের ভিত্তিতেই আজ এই অভিযান চালানো হয়৷ নেশার কবল থেকে রাজ্যকে মুক্ত করতে এবং নেশা কারবারীদের দৌরাত্ব কমাতে এই ধরনের অভিযান প্রতিনিধি চলবে৷

