নিজের দাদিকে স্মরণ করলেন কংগ্রেসের সহ-সভাপতি

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.) : গোটা দেশজুড়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর শততম জন্মজয়ন্তী। সোশ্যাল মিডিয়া ট্যুইটারে নিজের দাদিকে স্মরণ করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। এক ট্যুইট বার্তায় তিনি বলেন, ‘দাদি আমি তোমাকে ভালবাসা ও আনন্দের সঙ্গে স্মরণ করছি। তুমিই আমার পথ প্রদর্শক এবং তুমিই আমার শক্তি’।
উল্লেখ্য রবিবার শক্তিস্থলে দেশের প্রথম প্রধানমন্ত্রীর সমাধিতে গিয়ে মাল্যদান করেন রাহুল গান্ধী।
অন্যদিকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, ‘ তাঁর ইস্পাত কঠিন দৃঢ় প্রতিজ্ঞ সঙ্কল্প, চিন্তার স্বচ্ছতা সঙ্গে সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা তাঁকে অন্যান্য সাধারণ করে তোলে। তিনি সত্যিকারের ভারতের আইরন লেডি।