ধর্ষণের অভিযোগে অটো পুড়িয়ে চালককে মারধর গর্জিতে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৯ নভেম্বর৷৷ এক মহিলাকে ধর্ষণের অভিযোগে অটো চালককে বেধরক মারধর করা হয়েছে৷ সেই সাথে পুড়িয়ে দেওয়া হয়েছে অটোটি৷ ঘটনাটি ঘটেছে রবিবার  গোমতী জেলার গর্জি আউট পোস্টের অধীন তৈনানীতে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে ইসমাইল মিয়া নামে একট যুবকের অটোতে যাত্রী হিসেবে উঠেছিল জনৈক মহিলা৷ তৈনানী ব্রিজ এলাকায় আসতেই পথচারীরা দেখতে পান অটোর মধ্যে এক মহিলা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে৷ তাতে সন্দেহ হওয়ায় অটোটি আটক করে৷ অটো চালকের কাছ থেকে কোন সদুত্তর না পেয়ে জনগণ অনুমান করেন যে ঐ মহিলাকে ধর্ষণ করা হয়েছে৷ সাথে সাথেই চালককে বেধরক মারধর করা হয়৷ পরিস্থিতি বেগতিক দেখে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে স্থানীয় টিএসআর ক্যাম্পে আশ্রয় নেয়৷ অন্যদিকে ক্ষুব্ধ জনতা অটোতে আগুন ধরিয়ে দেয়৷ জনগণ টিএসআর ক্যাম্পেও ঘেরাও করেন ঐ অটো চালককে তাদের হাতে তুলে দেওয়ার দাবীতে৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে পৌঁছেন পুলিশের পদস্থ অফিসাররা৷