নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টে খেলবে ভারত ও বাংলাদেশ। অাগামী ৮ মার্চ থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। ফাইনাল খেলা হবে ২০ মার্চ। ফাইনাল সহ সাতটি ম্যাচ নিয়ে টুর্নামেন্টে খেলা হবে। ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ একে অপরের সঙ্গে দু’বার করে খেলবে। শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর উপলক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। কাকতালীয়ভাবে শ্রীলঙ্কা ক্রিকেটেরও ৭০ বছর পূর্ণ হচ্ছে। দক্ষিণ আফ্রিকা সফর শেষে ভারত ফিরবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। তারপরেই কোহলিরা যাবেন শ্রীলঙ্কায়। টুর্নামেন্টের প্রতিটা ম্যাচই হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। সব খেলাই হবে রাতে।
2017-11-19