দেশ বিরোধী বক্তব্য রাখায় জঙ্গী সংগঠন টাইগার ফোর্সের প্রাক্তন সুপ্রিমো রঞ্জিত দেববর্মা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/খোয়াই, ১২ নভেম্বর৷৷ দেশ বিরোধী বক্তব্য রাখার জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন অল ত্রিপুরা টাইগার ফোর্সের সুপ্রিমো রঞ্জিত দেববর্মাকে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশের আর্জি মোতাবেক চার দিনের পুলিশ রিমান্ডে পাঠাল আদালত৷ শনিবার রাত ১১টা নাগাদ সিধাই থানা এলাকার এসরাই পাড়ার বাড়ি থেকে তেলিয়ামুড়া থানার পুলিশ রঞ্জিত দেববর্মাকে গ্রেপ্তার করে৷ তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ গত ৭ নভেম্বর পুলিশের অনুমতি ছাড়াই তেলিয়ামুড়া থানা এলাকার দুস্কিতে তার হাতে গড়া নিজস্ব সংগঠন টিইউসিপি ব্যানারে একটি সভা করে৷ ঐ সভাতে অধিকাংশ আত্মসমর্পণকারী জঙ্গিদের জড়ো করা হয়৷ সভার বক্তব্য রাখতে গিয়ে এটি টি এফ সুপ্রিমো রাষ্ট্র বিরোধী বক্তব্য রাখেন বলে অভিযোগ৷ তার বিরুদ্ধে ভারতীয় দন্ড বিধির ১২৪(এ), ১২০ (বি) ১৫৩(এ)(বি) ধারা এবং আন ল’ফুল এক্টিভিটি প্রিভেনশন অ্যাক্ট এর ১০,১৩,১৮ধারায় মামলা গ্রহণ করে ৯ দিনের পুলিশ রিমান্ড চেয়ে রবিবার বিকেলে খোয়াইয়ের এসডিজেএম আদালতে তোলা হলে বিচারক রাখাংশু শেখর ভট্টাচার্য্য ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে ফের ১৫ নভেম্বর আদালতে তোলার নির্দেশ দেন৷
বাংলাদেশ থেকে ভারত ভূখণ্ডে প্রবেশের সময় মেঘালয় থেকে নাটকীয় ভাবে গ্রেফতার হওয়া এবং পরে গণহত্যা, সুরক্ষা বাহিনীর উপর আক্রমণ থেকে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো অভিযোগ আদালত থেকে প্রায় এক বছর আগে মুক্ত রাজ্যের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন অল ত্রিপুরা টাইগারস ফোর্স (এটিটিএফ) সুপ্রিমো রঞ্জিত দেববর্মাকে দেশদ্রোহিতার অভিযোগে পুনরায় গ্রেফতার করা হয়েছে৷ রবিবার বিকালে তাকে খোয়াই আদালতে হাজির করা হয়েছে৷ সন্ধ্যার দিকে আদালত তাকে ারদিনের জন্য পুলিশি হেফাজনেত রাখার নির্দেশ দিয়েছে৷ পুলিশ তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে রিমান্ড চায় এবং আদালত তা মেনেও নেয়৷ সম্প্রতি রঞ্জিত দেববর্মা পুনরায় সক্রিয় হয়ে উঠেছিলেন এবং সিধাই থানাধীন বড়কাঁঠালে অত্মসমর্পণকারী জঙ্গি নেতাদের নিয়ে এক সম্মেলন করেন৷ গত ৭ তারিখের এই সম্মেলনে তিনি ত্রিপুরার ভারতভুক্তি নিয়ে তীব্র সমালোচনা করেন এবং তৎকালীন রাজমাতা কাঞ্চনপ্রভা দেবীর সঙ্গে ভারত সরকারের চুক্তির তীব্র বিরোধিতা করেন৷ সেই সঙ্গে তিনি ভারত সরকারের বিরুদ্ধে তৎকালীন রাজপরিবারের সেঙ্গ প্রতারণার অভিযোগ তুলে বক্তব্য পেশের পাশাপাশি ত্রিপুরাকে বাঙালি কলোনি বানানোর জন্য এই চক্রান্ত হয়েছে বলেও ভাষণ দিয়েছিলেন৷ সে অনুযায়ী পুলিশ দেশদ্রোহিতার অভিযোগ এনে রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে৷ গতকাল গভীর রাতে তেলিয়ামুড়া ও খোয়াই থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে রঞ্জিত দেববর্মা বড়কাঁঠাস্থিত পৈত্রিক বাড়ি ঘিরে ফেলে এবং তাকে আজ খুব ভোরে প্রথমে আটক করার পর তাকে গ্রেফতার করা হয়৷ উল্লেখ করা যেতে পারে, এক সময়ের ত্রাস সৃষ্টিকারী জঙ্গিনেতা ছিলেন রঞ্জিত দেববর্মা৷ ২০১২ সালে বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় রাজ্যের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন অল ত্রিপুরা টাইগারস ফোর্স সুপ্রিমো রঞ্জিত দেববর্মাকে মেঘালয় থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয়৷ পরে বিচারবিভাগীয় হেফাজতে রেখে তার বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে যাবতীয় অভিযোগ নিয়ে আদালতে শুনানি চলে৷ তার বিরুদ্ধে বহু গণহত্যা, সুরক্ষা বাহিনীর উপর আক্রমণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো অভিযোগগুলোর বিষয়ে পুলিশ উপযুক্ত তথ্য প্রমাণ পেশ করতে না পারায় আদালত তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ থেকে তাকে মুক্ত করে দিয়েছিল৷ উল্লেখ্য, রঞ্জিত দেববর্মার স্ত্রী ও কন্যা এখনও জঙ্গি ডেরায় রয়েছেন বলে তিনি সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছিলেন৷ তাদের আত্মসমর্পণের জন্য তিনি পুলিশপ্রধানকে চিঠি দিলেও কোনও কাজ হয়নি বলে তার অভিযোগ ছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *