মুম্বই, ৯ নভেম্বর (হি.স.) : বাণিজ্য নগরী মুম্বইয়ের মনোরেলের দুইটি কামরায় আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর অনুযায়ী সকাল ৫:৩০ নাগাদ আগুন লাগে মুম্বইয়ের মনোরেলের দুইটি কামরায়। দমকলের দাবি মুম্বইয়ের ওডালা স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় শর্ট সার্কিট থেকে আগুন লাগে মনোরেলের দুইটি কামরাতে। সেই সময় কামরায় যাত্রী না থাকার কারণে বড় ধরণের বিপর্যয় ঘটেনি বলে জানা গিয়েছে।
এই অগ্নিকাণ্ডের ফলে মুম্বইয়ের মনোরেল পরিষেবা ব্যাহত হয়েছে। পিছিয়ে দেওয়া হয়ে অন্যান্য ট্রেনের সময়সূচি। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। এই দুর্ঘটনার পেছনে কোন নাশকতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এর ফলে যাত্রীদের নাজেহাল অবস্থা।
2017-11-09