কলকাতা, ৬ নভেম্বর (হি.স.): নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ অব্যাহত| গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি)-কে এবার ‘গ্রেট সেলফিস ট্যাক্স’ আখ্যা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| সোমবার টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘গ্রেট সেলফিস ট্যাক্স জনগণকে হয়রানি করার জন্য| চাকরি কেড়ে নেওয়ার জন্য| ব্যবসা ক্ষতিগ্রস্ত করার জন্য| অর্থনীতিকে শেষ করার জন্য| জিএসটি মোকাবিলা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ|’
২০১৬ সালের ৮ নভেম্বর মধ্যরাত থেকে অচল হয়ে যায় পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট| নোটবন্দি নিয়ে সোমবার পুনরায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| টুইটারে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘নোটবন্দি একটি বিপর্যয়|’ টুইটার ব্যবহারকারীদের প্রতি মুখ্যমন্ত্রীর অনুরোধ, ৮ তারিখ, কালা দিবসে আসুন আমরা সবাই নিজেদের প্রোফাইল পিকচার কালো করে রাখি| উল্লেখ্য, এর আগে তৃণমূল কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়-৮ নভেম্বর নোট বাতিলের বর্ষপূর্তি কালা দিবস হিসেবে পালন করা হবে|
2017-11-06
