ওয়াশিংটন, ৩ নভেম্বর (হি.স.): টুইটার থেকে ১১ মিনিটের জন্য উধাও হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট| স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাম্পের ফলোয়াররা দেখেন, ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে| ফলোয়াররা দেখেন, ‘দুঃখিত, এই পাতাটি নেই|’ এরপর শোরগোল পড়ে যায়| বিষয়টি টুইটার কর্তৃপক্ষের নজরে আনেন অনেকেই| এরপরে অবশ্য নেয় টুইটার কর্তৃপক্ষ|
টুইটারের পক্ষ থেকে বিষয়টির জন্য দুঃখপ্রকাশ করে জানানো হয়, সংস্থার এক কর্মীর ভুলে এমন কাণ্ড ঘটেছে| ১১ মিনিট পরে অ্যাকাউন্টটি পুনরায় অ্যাক্টিভেট হয়ে যায়| এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি|
2017-11-03

