কাকামিগাহারা, ২ নভেম্বর (হি.স.) : দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় মহিলা হকি দল। জাপ শহরে অনুষ্ঠিত এশিয়া কাপের আসরে এবার অভিযান শুরুর প্রথম ম্যাচ থেকেই গুরজিৎ, নভনীতরা রয়েছেন ঝকঝকে ফর্মে। বৃহস্পতিবার শেষ আটের লড়াইয়ে কাজাখস্তানের বিরুদ্ধেও সেই মেজাজ বজায় রাখলেন ওঁরা। এশিয়া কাপের শেষ চারে হকির প্রমীলা বাহিনী কাজাখদের ৭-১ গোলে বিধ্বস্ত করে। যদিও ম্যাচের শুরুটা দেখে বোঝা যায়নি লড়াই এত একপেশে হবে। খেলার ২ মিনিটেই ভেরা ডোমাসনেভার গোলে কাজাখস্তান ১-০ এগিয়ে যায়। গুরজিৎ তার মিনিট দুয়েক পর ভারতকে সমতায় ফেরান। গুরজিৎ একাই হ্যাটট্রিক করে গেলেন। ভারতের হয়ে দীপ এক্কা গ্রেস ও নভনীত কাউরও দুটি করে গোল করে গেলেন।
2017-11-02