জম্মু, ২ নভেম্বর (হি.স.): পাকিস্তানি সেনাবাহিনীর আগ্রাসী মনোভাব অব্যাহত| বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর (এলওসি) অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| পাকিস্তানি রেঞ্জার্সদের হামলায় আহত হয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র এক জন জওয়ান| আহত বিএসএফ জওয়ানের নাম হল, তপন মণ্ডল| তড়িঘড়ি তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিট থেকে সাম্বা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর বিএসএফ পেট্রোল পার্টি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি রেঞ্জার্স| কালবিলম্ব না করে পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| তবে, দুঃসংবাদ হল পাকিস্তানি হামলায় আহত হয়েছেন এক জন বিএসএফ জওয়ান| আহত বিএসএফ জওয়ান হাসপাতালে চিকিত্সাধীন|
2017-11-02
