নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): রেল পরিষেবাকে আরও বেশি গতিশীল করে তুলতে ৫০০টি দূরপাল্লার ট্রেনের জন্য নতুন সময়সূচি প্রকাশ করল ভারতীয় রেল। আগামী পয়লা নভেম্বর থেকে কার্যকর হতে চলেছে এই নতুন সময়সূচি। মঙ্গলবার এক ট্যুইট বার্তায় এমনি জানানো হয়েছে ভারতীয় রেলের তরফে। সূত্রের খবর অনুযায়ী রেল পরিষেবা আরও বেশি গতিশীল করতে ৫০০ টি দূরপাল্লা ট্রেনের গতিকে আরও বাড়ানো হয়েছে। এর ফলে রেল যাত্রায় ১৫ মিনিট থেকে ২ ঘন্টার মতো সময় কমে যাবে। তার ফলের নির্ধারিত সময়ের অনেক আগেই নির্দিষ্ট গন্তব্যে পৌছে যাবেন যাত্রীরা।
এবার থেকে ভোপাল থেকে যোধপুরগামী ভোপাল-যোধপুর এক্সপ্রেস পুরনো নির্ধারিত সময়সূচির থেকে ৯৫ মিনিট আগেই নির্দিষ্ট গন্তব্যে যাত্রীদের পৌঁছে দেবে। ঠিক তেমনি গুয়াহাটি- ইন্দোর স্পেশ্যাল ১১৫ মিনিট আগেই পৌঁছে যাবে। পাশাপাশি গাজীপুর-বান্দ্রা টারমিনাস এক্সপ্রেস ৯৫ মিনিট আগেই যাত্রীদের নির্ধারিত গন্তব্যে পৌছে দেবে। সময়ের এই রদ বদলের জন্য রেলের তরফ থেকে ৫০০ টি দূরপাল্লার ট্রেনের নতুন সময়সূচি প্রকাশিত করা হয়েছে। আগামী পয়লা নভেম্বর থেকে তা কার্যকর হবে।
সূত্রের খবর অনুযায়ী রেলমন্ত্রী পীয়ূষ গোয়েলের নির্দেশে এই নতুন সময়সূচি রেল বানিয়েছে। অন্যদিকে রেলের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যাত্রী সুরক্ষার জন্য চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ৫০,০০০ কোটি টাকা খরচ করেছে ভারতীয় রেল।
2017-10-31