নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): স্কুলবাসে আগুন লেগে ব্যাপক আতঙ্ক ছড়াল দিল্লির নারাইনা এলাকায়| মঙ্গলবার সকাল ১০.১০ মিনিট নাগাদ দিল্লির নারাইনা এলাকায় স্কুল পড়ুয়া বোঝাই একটি বাসে আচমকা আগুন লেগে যায়| তবে, চিন্তার কোনও কারণই নেই| নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে অন্তত ৩৩ জন পড়ুয়াকে|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সকাল তখন ১০.১০ মিনিট হবে| ৩৩ জন পড়ুয়াকে নিয়ে স্কুল অভিমুখে যাচ্ছিল একটি স্কুলবাস| নারাইনা এলাকায় হঠাত্ই স্কুলবাসে আগুন ধরে যায়| সঙ্গে সঙ্গে দমকলকে ফোন করে জানানো হয় স্কুলবাসে আগুন লেগেছে| দমকল কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুন নেভানোর চেষ্টা চালান স্থানীয় বাসিন্দারা| প্রথমে ৩৩ জন পড়ুয়াকে নিরাপদে স্কুলবাস থেকে নামিয়ে আনা হয়| এরই মধ্যে ঘটনাস্থলে চলে আসে দমকল বাহিনী| এক ঘন্টা ১০ মিনিটের চেষ্টায় বেলা ১১.২০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে| কি কারণে বাসটিতে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে|
2017-10-31