নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ অক্টোবর৷৷ এক মেক্সি ট্রাক চালকের অসতকর্তা ও বেপোরোয়া গতিতে গাড়ি চালানোর খেসারত দিল একটি বাইক ও এক সব্জি বিক্রেতা৷ চালককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী৷ জানা যায়, আজ দুপুর তিনটে নাগাদ শিলচর থেকে সব্জি বোঝাই করে টিআর০৭- ১৯২৫ নম্বরের একটি বোলেরু পিক আপ গাড়ি আগরতলা হয়ে বিশ্রামগঞ্জের দিকে যাচ্ছিল৷ চাকমাঘাট পেরিয়ে তেলিয়ামুড়া থানাধীন নেতাজীনগরের লোকনাথ আশ্রম সংলগ্ণ এলাকার আসতেই জাতীয় সড়কের পাশে দাড়িয়ে থাকা টিআর০১-ইউ ৭২৩০ নম্বরের একটি বাইককে ধাক্কা দিয়ে সব্জির দোকানে গিয়ে আটকা পরে৷ এতে বাইকটি সম্পূর্ণ ভেঙ্গে যায় এবং সব্জি বিক্রেতার দোকান সহ প্রচুর পরিমানে দোকানে মজুত থাকা সব্জি নষ্ট করে দেয়৷ মুহুর্তের মধ্যে জরো হতে থাকে লোকজন৷ সব্জির মালিক শঙ্কর রায় জানায় উনার বেশ ক্ষতি হয়েছে এখানে প্রতিদিন সকালে বিকেলে প্রচুর ক্রেতা বিক্রেতার ভীর থাকে আজ বিশাল বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারত৷ এছাড়া প্রিতম সাহার বাইকটি সম্পূর্ণ টুকরো টুকুরো অবস্থায় দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি পুলিশ থানায় নিয়ে যায়৷ তারা বলে ৩০ পাল্লার গাড়ি হওয়ায় সারা রাত জেগে গাড়ি নিয়ে চালাতে থাকায় চালকের ঘুম লেগে যায় তাই এই দুর্ঘটনায়৷
2017-10-26

