বান্দ্রা, ২৬ অক্টোবর (হি.স.) : আগুন লাগল মুম্বইয়ের বান্দ্রা স্টেশন সংলগ্ন বস্তিতে। আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। জানা গিয়েছে, বান্দ্রা স্টেশন সংলগ্ন ওই এলাকা বেহরামপাদা বস্তি নামে পরিচিত। নটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। তিনটি জলের গাড়িও রয়েছে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এই ঘটনার জেরে বান্দ্রা- আন্ধেরি লাইনে ট্রেন চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে। সূত্রের খবর, বস্তি উচ্ছেদ অভিযান চলার সময় এই ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লাগল তা জানা যায়নি।
2017-10-26