ইসলামাবাদ, ২৬ অক্টোবর (হি.স.) পাকিস্তানের কাছে তুলে দেওয়া ৭৫ জন সন্ত্রাসববাদীদের নামের তালিকায় হাফিজ সঈদের কোন উল্লেখ নেই বলে দাবি করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের সংসদের উচ্চকক্ষে দেওয়া এক বিবৃতিতে খাজা আসিফ বলেন আমেরিকার স্বরাষ্ট্র সচিব রেক্স টিলারসনের পাকিস্তান সফরকালে পাকিস্তান প্রশাসনকে দেওয়া ৭৫ জন সন্ত্রাসবাদীদের নামের তালিকার কোথাও হাফিজ সঈদের কোন উল্লেখ নেই। তার দাবি পাল্টা পাকিস্তানও ১০০ জন সন্ত্রাসবাদীর তালিকা আমেরিকার হাতে তুলে দিয়েছে। তিনি জানিয়েছেন তালিকার শীর্ষে রয়েছে হাক্কানি নেটওয়ার্কের মতো সন্ত্রাসবাদী সংগঠনের নাম। কিন্তু সেই সংগঠনের কেউ পাকিস্তানি নয় বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য ২০০৮ সালে মুম্বই হামলার পেছনে প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করেছিলেন হাফিজ সঈদ। বর্তমানে তিনি পাকিস্তানের গৃহবন্দী হয়ে আছেন।
2017-10-26