গ্রেটার নয়ডায় মোটরবাইক ও ট্রাকের সংঘর্ষ, মৃত্যু যুবকের

গ্রেটার নয়ডা, ২৪ অক্টোবর (হি.স.): গ্রেটার নয়ডার বাদলপুর এলাকায় মোটরবাইক ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহী এক যুবকের| দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু| মৃত যুবকের নাম হল, চন্দ্রশেখর চৌধুরী| গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন চন্দ্রশেখরের বন্ধু মুকুল রাই| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার বাইকে চেপে দাদরি যাচ্ছিলেন চন্দ্রশেখর ও তাঁর বন্ধু মুকুল| বাদলপুর এলাকায় তাঁদের বাইকে ধাক্কা মারে একটি ট্রাক| ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাস্থলে ছিটকে পড়লে মৃত্যু হয় চন্দ্রশেখরের| গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন তাঁর বন্ধু মুকুল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *