নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২১ অক্টোবর৷৷ ২৫ বছরের বামফ্রন্ট শাসন খতম করে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়েছেন প্রদেশ কংগ্রেস৷ বামফ্রন্ট হঠাও, বিজেপি রুখ আন্দোলন কর্মসূচীকে সফল করতে শনিবার উদয়পুর কংগ্রেস ভবনে পি সি সি সভাপতি বীরজিৎ সিনহার পৌরহিত্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ উদয়পুর জেলা কংগ্রেস ২৭ শে অক্টোবর জাতীয় সড়ক অবরোধ করে শাসক দলকে চাপে ফেলতে রণকৌশল নিয়েছে কংগ্রেস৷ পি সি সি সভাপতি বীরজিৎ সিনহা বামফ্রন্ট সরকারের কৃষক বিরোধী নীতির তীব্র সমালোচনা করেছেন৷ বামফ্রন্ট মানুষকে বৈজ্ঞানিকভাবে শোষক করছে বলে তোপ দেগেছেন৷ চিটফান্ত কেলেঙ্কারীর সি বি আই তদন্ত হিমঘরে লক্ষ লক্ষ কৃষক ঋণের জ্বালায় জর্জড়িত হলেও কৃষি ঋণ মুকব নিয়ে কেন্দ্র ও রাজ্যকে এক হাত নিয়েছেন শ্রীসিনহা৷ রাজ্যবাপী কংগ্রেস আন্দোলনে ঝড় তোলতে মানুষকে সঙ্গে নিয়ে বাম বিরোধী শক্তি পুনরুদ্ধার করবেন বলে দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ আড়াই দশক ক্ষমতায় টিকে থাকা বামফ্রন্ট কমিউনিস্ট মতাদর্শ থেকে ১৮০ ডিগ্রী ঘুরে গিয়েছে৷ আগামী ১ মাসে সাম্প্রদায়িক শক্তি ধুয়েমুছে সাফ হয়ে যাবে বলে সর চড়িয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা৷
2017-10-22