পাচারকারীদের হামলায় আহত বিএসএফের ডেঃ কমান্ডেন্টের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ পাচারকারীদের সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত বি এস এফের ডেপুটি

বিএসএফের ডেপুটি কমান্ডেন্ট ডি কে মন্ডল

কমান্ডেন্ট দীপক কুমার মন্ডলের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়৷ শুক্রবার কলকাতায় একটি বেসরকারী হাসপাতালে তিনি ভর্তি ছিলেন৷ এদিন সকাল ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে৷
সংবাদে প্রকাশ, গত সোমবার ভোরে ত্রিপুরার সোনামুড়া সীমান্ত গ্রাম কালাপানীয়ায় একদল গরু পাচারকারীর সাথে বিএসএফ জওয়ানদের সংঘর্ষ হয়েছিল৷ পাচারাকারীরা বিএসএফের ১৫৪ নম্বর ব্যাটেলিয়ানের ডেঃ কমান্ডেন্ট দীপক কুমার মন্ডলের উপহ হামলা চালায়৷ তাঁর মাথায় প্রচন্ড আঘাত লাগে৷ পরে তাকে আগরতলা থেকে কলকাতায় নিয়ে যা্যয়া হয়েছিল৷তাঁর বাড়ি কলকাতাতেই৷