নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ ভোটের মুখে রাজ্য সরকারের চাপ বাড়িয়ে ৭ দফা দাবীতে আন্দোলনমুখী ত্রিপুরা এন এইচ এম কর্মচারী কল্যাণ সমিতি৷ শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কর্মচারী শোষনে
বামফ্রন্ট সরকারের বিরুপ সমালোচনা করেছেন সমিতির কর্মকর্তারা৷ স্বাস্থ্য মিশনে কর্মরত ২৩০০ এন এইচ এম কর্মীদের অর্জিত অধিকার রক্ষার দাবীতে নবগঠিত সংগঠনের জন্মলগ্ণেই সরকার বিরোধী আন্দোলন কর্মসূচীর ঘোষণা সমিতির সভাপতি অভিনাশ ত্রিপুরা৷ তাদের দাবী এন এইচ এমে কর্মরত সমস্ত ধরনের মেডিক্যাল, প্যারা মেডিক্যাল এবং ম্যানেজারিয়াল কর্মচারীদের নিয়মিত করন, বেতন বৈষম্য দূর করে সমকাজে এম বেতন চালু করা, ১১ মাসের কন্টিনিউশন প্রথা তুলে রাজ্য সরকারী কর্মচারীদের মতো সার্ভিস রুল প্রনয়ন, এন এইচ কর্মীদের উপর দমন পীড়ন বন্ধ করে অন্যায়ভাবে বদলী রদ, ডাইরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন দপ্তরে আর ও আর বানিয়ে ধাপে ধাপে এন এইচ এম সমস্ত কর্মীদের নিয়মিতকরণ করতে হবে৷ শ্রমিক, কর্মচারী শোষকের কাঠগড়ায় সরকারকে দাঁড় করিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছেন শ্রীত্রিপুরা৷
2017-10-15

