পিছিয়ে যেতে পারে নির্বাচন, রাষ্ট্রপতি শাসন জারির আশঙ্কা বিজেপি সভাপতির

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ অক্টোবর ৷৷ পিছিয়ে যেতে পারে রাজ্যের বিধানসভা নির্বাচন৷ জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন৷ শুক্রবার উদয়পুরে সাংবাদিক সম্মেলনে এই আশঙ্কার কথা জানালেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ তাঁর দাবি, বিধানসভা নির্বাচন পিছিয়ে গেলে এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে, এর জন্য মুখ্যমন্ত্রী মানিক সরকার দায়ী থাকবেন৷
তাঁর কথায়, রাজ্যের ভোটার তালিকা সংশোধনের শুনানিতে মানুষ স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করতে পারছেন না৷ ভয়ভীতির কারণে মানুষ পিছিয়ে যাচ্ছেন৷ তাঁর অভিযোগ, শাসক দল সিপিএম সারা রাজ্যে ভয়ভীতির পরিবেশ কায়েম করে রেখেছে৷ ফলে, ভোটার তালিকা সংশোধনের শুনানিতে রাজ্যের জনগণ অংশ নিচ্ছেন না৷ তাঁর আরো অভিযোগ, ভোটার তালিকায় কারচুপির অভিযোগ জানালেই বিরোধী দলের কর্মী সর্থকরা শাসক দলের রক্তচক্ষুর মুখোমুখী হচ্ছেন৷ বিপ্লব দেব বলেন, এই ভোটার তালিকায় কারচুপির প্রতিবাদ জানালে বিজেপি কর্মী সমর্থকদের উপর মির্জাতে আক্রমণ করা হয়েছে৷ বেশ কয়েকজন দলীয় কর্মী সমর্থক তাতে গুরুতর আহত হয়েছেন৷
এদিন তিনি হুংকার দিয়ে বলেন, শাসক দলের সন্ত্রাস কোন ভাবেই মেনে নেওয়া হবে না৷ তিনি জানান, বিষয়গুলি নির্বাচন কমিশনের দৃষ্টিতে নেওয়া হবে৷ তাঁর বক্তব্য, পুনরায় নতুন করে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চালানোর জন্য নির্বাচন কমিশনে দরবার করবে বিজেপি৷ তাঁর বিশ্বাস বিজেপির এই আবেদনে নির্বাচন কমিশন সায় দেবে৷ এই যুক্তিতে তিনি বলেন, রাজ্যে নির্দিষ্ট সময়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই কম৷ কারণ, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নতুন করে চালানো হলে তা শেষ হতে বিধানসভা নির্বাচনের সময় অতিক্রম হয়ে যেতে পারে৷ ফলে, রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু হতে পারে৷ যদি নির্বাচন পিছিয়ে যায় এবং রাষ্ট্রপতি শাসন লাগু হয়, তাহলে এর জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার দায়ী থাকবেন বলে দাবি করেন৷ কারণ, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব রাজ্যের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর উপরই বর্তায়৷