কল্যাণপুরে হাতির তান্ডব, ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ কল্যাণপুরে বন্য হাতির তান্ডব কোন নতুন ঘটনা নয়৷ প্রতিবছর যখন মাঠে নতুন ফসল ফলানো হয় বা কচি ধান গাছ মাথা তুলে দাঁড়ায় তখন পাহাড় থেকে বন্য হাতির দল কল্যাণপুরের বিভিন্ন এলাকায় নেমে আসে৷ বিশেষ করে শান্তিনগর, বৈষ্ণব কলোনী, উত্তর ঘিলাতলী, অধুনিয়া, কলাবাগান, রতিঙ্গা কলোনী ইত্যাতি এলাকায় তান্ডব চালায়৷ মেহনতী চাষীদের ফসলে ব্যাপক ক্ষতিসাধন করে৷ কানি কানি ধান জমি তছনছ করে দেয়৷ বৃহস্পতিবার রাতেও হাতির দল সমতলে নেমে আসে এবং ফসলের ব্যাপক ক্ষতি সাধন করেছে৷ এই বিষয়ে ক্ষতিগ্রস্ত চাষীদের কয়েকজন জানিয়েছেন বছরের পর বছর তারা হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ প্রশাসনের তরফ থেকে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ তাতে বন দপ্তরের ভূমিকায় তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন ক্ষতিগ্রস্ত চাষীরা৷