ক্যালিফোর্নিয়ার উত্তরের বনাঞ্চলে দাবানল, মৃত ৩১

ক্যালিফোর্নিয়ার, ১৩ অক্টোবর (হি.স.): আমেরিকার ক্যালিফোর্নিয়ার উত্তরের বনাঞ্চলে দাবানল ভয়াল আকার নিয়েছে। বাড়ছে মৃতের সংখ্যাও। এপর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। ভস্মীভূত প্রায় ১,৭০,০০০ একর বনভূমি এবং ৩৫০০টি বাড়িঘর। কমপক্ষে ২০,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়েছে প্রশাসন। হাসপাতালে ভর্তি শতাধিক। নিখোঁজ কমপক্ষে ৯০০ মানুষের সন্ধান চালাচ্ছেন ৩০ জন গোয়েন্দা। কয়েকশো দমকলকর্মী দাবানল নেভানোর চেষ্টা করছেন। ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে ক্যালিফোর্নিয়া উপকূলের আকাশ।
শুক্রবার সকালেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি মার্কিন প্রশাসন| ট্রাম্প সরকার ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে। দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে বৃহস্পতিবার ৩৬.‌৫ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক অনুদান ঘোষণা করেছে হাউস অফ রিপ্রেজেনটেটিভ। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ছড়িয়েছে ধোঁয়া। নিশ্বাস নেওয়ার পক্ষে হানিকারক হয়ে গিয়েছে পাতাস। ফলে টিফিনের সময়ও ছাত্রছাত্রীদের ক্লাসের ভিতরেই থাকতে নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং বিপদও কাটেনি। একথা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার জরুরি বিভাগের ডিরেক্টর মার্ক ঘিলার্ডুচ্চি। হাওয়ার জোর বাড়তে থাকায় আগুন আরও তীব্রতর হতে পারে বলে আশঙ্কা দমকলের। সোমবার দাবানল লাগে ওই বনে। শুষ্ক আবহাওয়া এবং ঝোড়ো হাওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ে।