বেজিং, ১২ অক্টোবর (হি.স.) : পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদকে যুক্ত কারার ভ্রান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। বুধবার প্রকাশিত চিনা দৈনিক গ্লোবাল টামসের পক্ষ থেকে এমনি ভাষায় ভারতের বিরুদ্ধে আক্রমণ হানা হয়েছে। চিনের সরকারের পরিচালিত গ্লোবাল টাইমসে বলা হয়েছে সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারতের নিজের উচিত আত্মসমীক্ষা করা। পাশাপাশি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় সুষমা স্বরাজের দাবিকে নস্যাৎ করে দিয়ে গ্লোবাল টাইমস জানিয়েছে সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের সংযোগ থাকার ভিত্তিহীন দাবি ভারত করছে। প্রতিবেদনে বলা হয়েছে সন্ত্রাসবাদের সঙ্গে রাষ্ট্রের এবং ধর্মের কোন সম্পর্ক নেই।
আফগানিস্তানের উদাহরণ দিয়ে বলা হয়েছে সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার উৎস হচ্ছে আফগানিস্তান। কিন্তু সেই বিষয়ে আমেরিকা কোনদিন আফগানিস্তানের নাম করেনি। গ্লোবাল টাইমসে প্রকাশিত ওই প্রতিবেদনে ভারতের মাওবাদী সমস্যা উপর বেশি জোর দেওয়া হয়েছে। প্রতিবেদনে দাবি হয়েছে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীরা কোন বিদেশি রাষ্ট্রের মদত ছাড়াই কাজ করে যাচ্ছে। অন্যদিকে নাথুলা সীমান্তে চিনা সেনাদের প্রতি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর সৌহাদ্যপূর্ণ আচরণের প্রশাংসা করা হয়েছে।