নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): কেন্দ্র অনুমোদিত স্কুলের শিক্ষক ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রায় ২২ থেকে ২৮ শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ কার্যকর করল কেন্দ্র৷ বৃহস্পতিবার থেকেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গিয়েছে৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই বেতন বৃদ্ধিতে স্বভাবতই দীপাবলির আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিল শিক্ষক-শিক্ষিকা মহলে| বুধবার রাজধানীতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘সপ্তম পে কমিশনের সুপারিশকে গুরুত্ব দিয়ে দেশের প্রায় সাড়ে সাত লক্ষ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বেতন ২২-২৮ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’’ কেন্দ্রের এই বেতন বৃদ্ধির ঘোষণায় রাজ্যের অন্তত ৩২৯টি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা উপকৃত হবেন৷ একই সঙ্গে দেশের মোট ১২৯১২টি কলেজ ও ৪৩টি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এই সুবিধা পেতে চলেছেন৷ একই সঙ্গে কেন্দ্রীয় অনুমোদন-প্রাপ্ত স্কুলগুলিকেও সপ্তম পে কমিশনে অন্তর্ভূত করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, পয়লা জানুয়ারি ২০১৬ থেকেই বেতন বৃদ্ধির এই সুবিধা উপভোগ করবেন প্রায় সাড়ে সাত লক্ষ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যপকরা৷
2017-10-12