পদোন্নতির সংরক্ষণ মামলায় চূড়ান্ত শুনানি প্রক্রিয়া পিছিয়ে গেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷সুপ্রিম কোর্টে রাজ্যের বহু চর্চিত পদোন্নতিতে সংরক্ষণ মামলায় শুনানি আবার পিছিয়ে গেল৷ তবে আংশিক শুনানি হয়েছিল গতকাল৷ বিষয়টি আবার কবে উত্থাপিত তাও এখনও ঠিক হয় নি৷ উল্লেখ্য, দীর্ঘ ২৫ বছর ধরে সরকারে পদোন্নতি ক্ষেত্রে জেনারেল অফিসাররা বঞ্চিত হয়ে আসছিলেন৷ তাই তারা রাজ্য সরকারের পদোন্নতির নিয়মনীতিকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা করেছিলেন৷ ২০১৫ সালে ত্রিপুরা উচচ আদালতের মাননীয় বিচারপতি দীপক গুপ্তাকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সুপ্রিমকোর্টে আপিল করে৷ সুপ্রিমকোর্ট মামলাটি গ্রহণ করে মামলার নিষ্পত্তি সাপেক্ষে পদোন্নতি ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করে৷ কিন্তু তারপরওে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে পুরনো নিয়মনীতি মেনেই পদোন্নতি প্রক্রিয়া জারি রাখে৷ যা নিয়ে জেনারেল অফিসার অ্যাসোসিয়েশন এবং আধিকারিক জয়ন্ত চক্রবর্তী ও অন্যান্যরা সুপ্রিমকোর্টে একটি আদালত অবমাননা মামলা করেন৷ তারপর আদালতের রায়ে পুনরায় রাজ্য সরকারের পদোন্নতি ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *