জলের দাবীতে নোয়াবাদিতে পথ অবরোধ প্রমীলাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ প্ররিশ্রুত পানীয় জলের দাবীতে পথ অবরোধ ভোক্তভোগী জনসাধারণের৷ ঘটনাটি ঘটেছে বুধবার শহরতলির নোয়াবাদী আমতলী এলাকায়৷ অভিযোগ, গত দেড় দশক ধরে স্থানীয় মানুষ জনের সমস্যায় জেরবার৷ পুর পরিষদ নিগমে উন্নীত হলেও জল সমস্যার সমাধান হয়নি৷ নিগম এলাকায় পরিশ্রুত পানীয় জলের সমস্যা মিটে যাওয়ার মিথ্যার খোলস ছিড়ে ফেলে দিয়ে আন্দোলনে সোচ্চার হলেন প্রমীলারা৷ তাদের দাবী, জল  সমস্যা সমাধানের লিখিত প্রতিশ্রুত দেওয়া হলে অবরোধ তোলে দেবেন৷ শাসক দলের কট্টর সমর্থক এলাকায় জল পৌঁছে দিতে ব্যর্থতায় পথ অবরোধে বেকায়দায় এলাকার জনপ্রতিনিধিরা৷ স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে, রক্তচক্ষু রাঙিয়ে জল সমস্যা ইস্যু মুখ বন্ধ রেখে তোলে নেওয়ার হুমকি দিয়ে ক্ষুব্ধ জনসাধারণের তোপের মুখে পড়েছেন৷ নোয়াবাদীতে পথ অবরোধে রাস্তায় প্রবল যানজটের সৃষ্টির খবরে প্রশাসনিক আধিকারিকরা ছুটে যায় ঘটনাস্থলে৷ শহর ও শহর তলিয়ে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার সত্যতা প্রকারন্তরে স্বীকার করে নিয়েছেন প্রশাসনিক আধিকারীকরা৷ ছড়ার জলকিংবা বৃষ্টির জল ভরসা নোয়াবাদী স্থানীয় মানুষের৷ অনতিবিলম্বে সমস্যা সমাধানের প্রশাসনিক আশ্বাসে অবরোধ তোলে নেয় এলাকাবাসী৷ জলের দাবীতে সড়ক অবরোধকে কেন্দ্র করে দিনভড় এলাকার টানটান উত্তেজনা বিরাজ করে জনমনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *