মেসির হ্যাট্রিকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল অার্জেন্টিনা

কুইটো, ১১ অক্টোবর (হি.স.) : অধিনায়ক মেসির দুর্দান্ত এক হ্যাট্রিকে ২০১৮ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল অার্জেন্টিনা৷ তারা ইকুয়েডরকে ৩-১ গোলে হারাল।

২০১৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা খেলতে পারবে কি না, তা নিয়েই চলছিল ঘোর সংশয়। সমর্থকদের দুশ্চিন্তা বাড়ছিল৷ আপাতত সে সব অতীত৷ রাশিয়া বিশ্বকাপে যাচ্ছে আর্জেন্টিনা ব্রিগেড৷ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলতে নামার আগেও লিওনেল মেসিরা ছিলেন ঘোর সংশয়ে৷ মরণ বাঁচন লড়াইয়ে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ হারলে বা ড্র করলে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান নিয়ে জটিল অংক কষতে হত৷ প্রত্যাশামতই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে নেমে বেশ বেগ পেতে হয়েছে আর্জেন্টিনাকে৷

মরণ বাঁচন ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। খেলা শুরুর মাত্র এক মিনিটের মাথায় গোল হজম করতে হয় মেসিদের৷ এরপরেই মাঠ জুড়ে মেসি ঝলক৷ ১২ মিনিটের মাথায় একটি গোল করে খেলায় সমতা ফেরান মেসি। ২০ মিনিটের মাথায় মেসির গোলেই আর্জেন্টিনা এগিয়ে যায় ২-১ গোলে। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে আরেকটি গোল করেন মেসি৷ সেই সঙ্গে নিশ্চিত করে ফেলেন দলের জয় ও বিশ্বকাপের টিকিট। একইসঙ্গে হ্যাট্রিক করেন৷

দক্ষিণ আমেরিকা থেকে আগেই ব্রাজিল চলে গিয়েছে বিশ্বকাপের মূলপর্বে৷ এবার পৌঁছে গেল আর্জেন্টিনা৷দ্বিতীয় ও চতুর্থ স্থানে আছে উরুগুয়ে ও কলম্বিয়া৷ বিশ্বকাপের টিকিট পেতে পঞ্চম স্থানে থাকা চিলিকে খেলতে হবে মহাদেশীয় প্লে-অফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *