কলকাতা, ১০ অক্টোবর৷৷ আবারও ধনতেরাস উপলক্ষ্যে রকমারি গয়নার সম্ভার নিয়ে হাজির হয়েছে শ্যামসুন্দর কোং
জুয়েলারী৷ প্রতি বছরের মত এবছরও ধনতেরাস উপলক্ষ্যে গয়নার মজুরির উপর আকর্ষনীয় ছাড় দেওয়া হবে৷ আগামী ১২ থেকে ১৮ই অক্টোবর পর্যন্ত সংস্থার সমস্ত শো-রুমে গ্রাহকরা এই সুযোগ সুবিধা পাবেন৷ মঙ্গলবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্ণধার রূপক সাহা টলি অভিনেত্রি প্রিয়াঙ্কা সরকার সহ শারদ সুন্দরী ২০১৬ বিজয়ী অহিরি বিশ্বাস এবং সুচিশ্মিতা বারকে নিয়ে হাজির হয়েছিলেন ধনতেরাস ডেজাল এর বিস্তারিত জানানোর জন্য৷ এবছর উৎসবের মরসুমে হিরে এবং কুন্দন মিনার রকমারি ডিজাইনের গয়না নিয়ে হাজির হয়েছে শ্যামসুন্দর কোং জুয়েলারী৷ এদিন সংস্থার কর্ণধার রূপক সাহা জানান, স্বর্ণের গয়নায় মজুরিতে ২০ শতাংশ, হিরের গয়নায় মজুরিতে ১০০ শতাংশ এবং বিভিন্ন গ্রহরত্ন ক্রয়ের উপর ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে৷ এছাড়াও প্রতিটি কেনাকাটার সাথে আকর্ষনীয় উপহারও দেওয়া হবে৷ শুধু তাই নয় প্রতিদিন লাকি ড্র এর মাধ্যমে স্বর্ণমুদ্রা এবং মেগা ড্র এর মাধ্যমে ১০টি সুকটি জিতে নিতে পারবেন ক্রেতারা৷ তিনি জানান, কোলকাতায় শ্যামসুন্দর কোং জুয়েলারী সমস্ত শো-রুমে এই অফার পাওয়া যাবে৷