বেকার বিরোধী সরকার হঠানোর ডাক বিজেপি যুবমোর্চার সম্মেলনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ সবকা সাথ, সবকা বিকাশ৷ অবকি বার মোদী সরকার এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার টাউন হলে সদর জেলা যুব মোর্চার সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ১৪টি মন্ডলের যুব কার্যকর্তাদের নিয়ে আগরতলা টাউন হলে সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ হানেন যুব মোর্চার প্রদেশ সভাপতি টিঙ্কু রায়৷ তাঁর বেকার বিরোধী সরকার হঠাতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান রাখেন তিনি৷ গত ২৪ বছরের ৭ লক্ষ ৮৫ হাজার বেকার কর্মসংস্থানের জন্য দিশেহারা৷ চিটফাড রাজ্যের অর্থনীতিকে ভেঙ্গে চূড়মার করে দিয়েছে৷ নারী ঘটিত অপরাধ দেশে রেকর্ড ছুয়ার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে বিধঁলেন তিনি৷ যুব সমাজের কেলেঙ্কারী ইস্যুতে ও সরকারকে বিধলেন টিঙ্কু রায়৷ আইন বহিভূর্ত চাকরী দিয়ে ১০৩২৩ জন বেকারকে অন্ধকার জীবনে ঠেলে দিয়েছেন বাম সরকার৷ শিল্প কারখানা, সুকল, কলেজ, স্বাস্থ্য, সড়ক, অর্থনৈতিক স্বাবলম্বী ত্রিপুরা গড়তে বিজেপি সরকার গঠনে রাজ্যের যুব সমাজ অগ্রনী সৈনিক হিসাবে কাজ করবে, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন টিঙ্কু রায়৷ দলীয় কার্যকর্তাদের উপর ক্রমবর্ধমান হিংসা বন্ধ না হলে বিজেপি ছেড়ে কথা বলবে না বলে সম্মেলন থেকে কড়া বার্তা দিয়েছেন প্রদেশ বিজেপি যুবমোর্চার সহ সভাপতি রাম পাল৷ ৪ মাস পর রাজ্যে বিজেপির নেতৃত্বে শক্তিশালী জনকল্যাণমুখী সরকার গঠিত হবে বলে দাবী করেছেন রাম পাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *