গুয়াহাটি, ৮ অক্টোবর, (হি.স.) : গুয়াহাটি মহানগরের মালিগাঁও এলাকায় ২৯৪-এ নম্বরের রেলওয়ে কোয়ার্টার থেকে উদ্ধার হয়েছে বান্ডিল বান্ডিল নতুন দু হাজার এবং ৫০০ টাকার নোট। উদ্ধারকৃত নোটগুলির পরিমাণ ৯৩ লক্ষ ছয় হাজার টাকা। কেবল নগদ টাকাই নয়, এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বহু হাজার টাকার চেক। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রের খবর, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত রেলের জনৈক ড্রাইভারের নামে বরাদ্দ এই কোয়ার্টারে হানা দেয় জালুকবাড়ি এবং গোশালা থানার পুলিশ। কোয়ার্টারটি সংশ্লিষ্ট ড্রাইভারের কাছ থেকে ভাড়া নিয়েছিলেন অশোক দাস নামের আরেক রেল কর্মাচারী। অশোক দাসের ঘরে তালাশি চালিয়ে নগদ এবং এটিএম ডেভিড কার্ড, চেক বই, ব্যাংকের পাসবুক ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ, পাঁচ শতাংশ সুদে বহুদিন ধরে অশোকবাবুর কোয়ার্টারে টাকার অবৈধ লেনদেন চলছিল। ঘটনার সঙ্গে অশোক দাস জড়িত আছেন মনে করছে পুলিশ। তাছাড়া তাঁর ছোট ভাই জয়ন্তকুমার দাস এবং রেলের আরও কর্মচারী অবৈধ এই কারবারের সঙ্গে জড়িত রয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। অবৈধ সুদের কারবারের সঙ্গে যুক্ত অভিযোগে অশোকবাবুর ভাই জয়ন্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে অশোক দাস এবং সন্দেহের তালিকাভুক্ত অন্যান্য রেল কর্মচারী ফেরার হয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। শীঘ্রই তাঁদের আটক করা হবে বলে জানিয়েছে পুলিশ।
