মুম্বই, ৮ অক্টোবর (হি.স.): ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা, আলিয়া ভাট অনেক হয়েছে। ফের পুরনো প্রেমিকার কাছেই ফিরছেন শাহরুখ।
রিয়েল লাইফে নয়, রিল লাইফে। আর শাহরুখের এই পুরনো রিল লাইফ প্রেমিকা হলেন জুহি চাওলা।
সূত্রের খবর, আনন্দ রাই-এর পরিচালনায় ফের একসঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ-জুহি। তবে অবশ্য জুহি ওই ফিল্মে শাহরুখের নায়িকা হচ্ছেন না। আনন্দ রাই-এর ফিল্মে নেহাতই ক্যামিও চরিত্রে দেখা যাবে জুহিকে। আরও জানা গিয়েছে, গত বৃহস্পতিবার, কিং খান তাঁর আপকামিং টেলিভিশন শো, টেড টকস ইন্ডিয়া: ন্যয়ি সোচ’-এর প্রেস কনফারেন্স শেষ করার পরই হোটেলের লনে জুহির সঙ্গে শ্যুট করতে চলে যান শাহরুখ।
প্রসঙ্গত, ৯-এর দশকে জুহির সঙ্গে শাহরুখের জুটি বেশ হিট। একাধিক সিনেমার দেখা গেছে এই জুটিকে। ১৯৯২-এ ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’, ১৯৯৩-এ ‘ডর’, ১৯৯৮-এ ‘ডুপ্লিকেট’ সহ এই জুটির একধিক সিনেমাই বেশ ভালোই সাড়া ফেলেছিল বক্স অফিসে।
2017-10-08

