বেপরোয়া ট্রাকের তান্ডব অল্পেতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ বেপরোয়া ট্রাকের তান্ডব ঘিরে রাজধানী আগরতলা শহরের পোস্ট অফিস চৌমুহনী এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে শুক্রবার সন্ধ্যায়৷ জানা গিয়েছে, টিআর-০১-এ-১৯৫৬ নম্বরের একটি ট্রাক বেপরোয়া ভাবে রাস্তার পাশে পার্কিং করে রাখা বাইক ও গাড়িকে গণহারে ঠুকতে থাকে৷ পরিস্থিতি বেগতিক দেখে চালক ট্রাকের গতি আরও বাড়িয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ উত্তেজিত জনতা রাস্তায় গাড়ির সামনে রুখে দাঁড়াতেই চালক ব্র্যাক কষে৷ ট্রাফিক পুলিশ দৌড়ে গিয়ে ট্রাক চালককে গাড়ি থেকে টেনে হিচড়ে বের করে৷ উত্তেজিত জনতা ট্রাফিক পুলিশ হেপাজত থেকে চালককে টেনে নিয়ে গিয়ে গণধোলাই দেয়৷ রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে ক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ জানা গিয়েছে, চালক মদমত্ত অবস্থায় ছিল৷ এই ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *