নিজস্ব প্রতিনিধি, জলেফা, ৪ অক্টোবর৷৷ সাব্রুম মহকুমার লুধুয়া ও পূর্ব হরিনায় অগ্ণিকান্ডে দুটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অগ্ণিকান্ড হয় গতকাল গভীর রাতে৷ জানা গিয়েছে, লুধুয়ায় পঞ্চরাম ত্রিপুরার বাড়িতে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত৷ মুহুর্তের মধ্যেই আগুন বাড়ির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে৷ আশাপাশের লোকজন সঙ্গে সঙ্গেই খবর দেয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ দমকল কর্মীরা ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷
অন্যদিকে, পূর্ব হরিনাতেও একই কায়দায় আগুন লাগে কাজল চন্দ্র নাথের বাড়িতে৷ রাত নয়টা নাগাদ এই অগ্ণিকান্ডের ঘটনা৷ স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনাতে আশেপাশের বাড়িঘরে আগুন বিস্তার হয়নি৷ দুটি পরিবারেরই সর্বস্ব পুড়ে গিয়েছে৷
2017-10-05